খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এবং বিরোধী নেতা স্যাম রেইনসি।ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তাঁর ফেসবুক পাতার জন্য ভুয়া লাইক কেনার অভিযোগ অস্বীকার করেছেন।
কেবল গত সেপ্টেম্বর মাসেই হুন সেনের ফেসবুক পাতায় তিরিশ লাখ লাইক পড়ে কিন্তু ক্যাম্বোডিয়ার নির্বাসিত বিরোধী নেতা স্যাম রেইনসি অভিযোগ করেছেন হুন সেন তাঁর জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিদেশিদের ভাড়া করছেন।
ক্যাম্বোডিয়ার একটি সংবাদপত্র রিপোর্ট করেছে যে হুন সেনের ফেসবুক পাতায় যত লাইক পড়েছে তার অর্ধেকই এসেছে কম্বোডিয়ার বাইরে থেকে, বিশেষ করে ভারত থেকে।
প্রধানমন্ত্রী হুন সেন অবশ্য বলেছেন ভারত এবং অন্য দেশের মানুষ যদি তাকে ভালো মনে করে লাইক দেন তাতে তিনি খুশি।