খোলাবাযার২৪,শনিবা্ ১৯মার্চ ২০১৬নরসিংদীথেকে,তোফাজ্জল হোসেন ঃ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে এক অনন্য নরসিংদী গড়ার শপথ গ্রহনের মধ্য দিয়ে শেষ হয়েছে দীর্ঘ ৫ ঘন্টাব্যাপী ব্যবসায়ীদের মিলন মেলা ও নরসিংহ পদক-২০১৬ বিতরণী অনুষ্ঠান। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীজ’র (এনসিসিআই) আয়োজিত এবং নরসিংদী ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত এই মিলন মেলা ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। এনসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মেলান মেলা ও পদক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা।
পদক গ্রহনোত্তর অনুভূতি জানিয়ে প্রধান অতিথি লেঃ কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বলেন, একটি দেশের উন্নয়নে শিল্প বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপ। শিল্প ক্ষেত্রে মাধবদী বাবুরহাট তথা নরসিংদীর রয়েছে সমৃদ্ধ ইতিহাস। আজকের নরসিংদী শিল্প বিকাশের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আর তা সম্ভব হয়েছে এখানকার শক্তিশালী শিল্প উদ্যোক্তাদের কারণে। নরসিংদীর হাজার হাজার শিল্প মালিকদের আয়কর ও ভ্যাটের টাকা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকে ব্যবসায়ী তথা শিল্প মালিকদের সর্বোপরি সহযোগিতা প্রদান করা হবে।
বিশেষ অতিথির বক্তৃতায় এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেন, ড্রিম হলিডে পার্ক যিনি স্থাপন করেছেন তিনি একজন ব্যবসায়ী এবং এফবিসিসিআই’র পরিচালক। ব্যবসায়ীদের চিত্ত বিনোদনের জন্য নির্মিত এই ড্রিম হলিডে পার্ক নরসিংদী তথা সারা বিশ্বে একটি পরিচিত শিল্পে পরিনত হয়েছে। নরসিংদীর ব্যবসায়ী ও শিল্পী উদ্যোক্তাদের উন্নয়নে এফবিসিসিআই পূর্ব থেকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এফবিসিসিআই নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান চলাকালে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব:) মোঃ নজরুল ইসলাম হিরুর হাতে নরসিংহ পদক হস্তান্তর করেন মনোহরদী-বেলাব’র এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের হাতে নরসিংহ পদক হস্তান্তর করেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য শিল্প সচিব মোশারফ হোসেন ভূইয়ার হাতে নরসিংহ পদক প্রদান করেন এনসিসিআই’র প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, সমাজ সংস্কারে বিশেষ অবদানের জন্য থার্মেক্স গ্র“প ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার হাতে নরসিংহ পদক প্রদান করেন এনসিসিআই’র প্রেসিডেন্ড আব্দুল্লাহ আল মামুন এবং ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর হাতে পদক হস্তান্তর করেন এনসিসিআই’র পরিচালক মোঃ আলী হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মোতাহার হোসেন অনিক ও তৌকির আহমেদ।
মিলন মেলা উপলক্ষে ড্রিম হলিডে পার্কের মঞ্চকে বিশেষ সাজে সজ্জিত করা হয়। সকাল ১০ টা থেকে নরসিংদীর হাজার হাজার ব্যবসায়ী অনুষ্ঠানস্থলে সমবেত হতে শুরু করে। বেলা ১টা নাগাদ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের পদভারে ড্রিম হলিডে পার্ক এলাকা প্রকম্পিত হয়ে উঠে। বেলা ১ টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় মিলন মেলা ও পদক বিতরণ অনুষ্ঠান। মিলন মেলার বিশেষ আকর্ষণ ছিল পাঁচ সিটের হাউজী খেলা। এতে পুরস্কার হিসেবে ঢাকা-কলকাতা, ঢাকা-ব্যাংকক বিমান টিকিট প্রদান করেন এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ। এছাড়া মোবাইলসেটসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় বিজয়ীদেরকে।
খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ :
খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ :
খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ :