খোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় প্রয়োজনে বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেয়া হবে।
শনিবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
আইজিপি জানান, অর্থ পাচারের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের এন্টি মানিলন্ডারিং সংস্থার সাথেও আলোচনা হয়েছে। দরকার হলে তাদেরও সহযোগিতা নেয়া হবে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভির হাসান জোহার নিখোঁজের ঘটনায় তার পরিবার সহায়তা চাইলে সর্বো”চ সাহায্য দেয়ার আশ্বাসও দেন পুলিশ প্রধান।