Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : অভিনয়শিল্পী পারভীন সুলতানা দিতি আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। আজ বিকেল ৪টা ০৫ মিনিটে চিকিৎসারত অবস্থায় তিনি পরলোকগমন করেন।
মস্তিষ্কে ক্যানসার আক্রান্ত হওয়ায় গত বছরের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় চলতি বছরের ৮ জানুয়ারি এ অভিনেত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। কিন্তু আজ তিনি সকলকে চিরবিদায় জানিয়ে চলে গেলেন না ফেরার দেশে।