খোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : বিএনপির সদ্য অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে বেশ কয়েকটি সংশোধনী আনা হয়েছে। এতে অনেকের ক্ষমতা সীমিত করার পাশাপাশি ক্ষেত্র বিশেষে বেড়েছেও।
এর উল্লেখযোগ্য একটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবর্তমানে দলের ‘সমুদয়’ দায়িত্ব অর্পিত হবে সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ওপর।
শনিবারের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা হ্যাঁ সূচক সম্মতি দিয়ে দলের গঠনতন্ত্রে এই সংশোধনী আনেন।
এছাড়াও সংশোধিত গঠনতন্ত্রে পদের সংখ্যা বাড়ানো হয়েছে। বেড়েছে দলের মাসিক ও বার্ষিক চাঁদার পরিমান। অনাদায়ে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। পাশাপাশি একই সঙ্গে একাধিক পদ আকড়ে থাকার সুযোগও আর পাবেন না নেতারা, যদি না তা চেয়ারপারসনের সিদ্ধান্ত হয়ে থাকে।
দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম কাউন্সিলে গঠনতন্ত্রের সংশোধনী জানাতে এসে কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খানকে দায়িত্ব দেন।
নজরুল ইসলাম একে একে প্রস্তাবগুলো উত্থাপন করেন এবং সিদ্ধান্ত জানাতে বলেন। কাউন্সিলররা জবাবে ‘হ্যাঁ’ বলেন।