Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘জাতীয় পাটি কোন মানুষ হত্যা করেনি। তাই এই পার্টির কোন কলঙ্ক নেই।
রবিবার এরশাদের ৮৬ তম জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিন আয়োজিত বনানী চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যেহেতু এই পার্টি মানুষের কল্যানের জন্য কাজ করেছে সেহেতু জাতীয় পার্টির ভবিষ্যত ভালো।
জিএম কাদের প্রসঙ্গে এরশাদ বলেন, জিএম কাদেরকে সবাই চেনেন তিনি ন্যয় ও নীতিবান তাই তাকে সবাই পছন্দ করে ও ভালবাসে।
এরশাদকে উদ্দেশ্য করে সৈয়দ আবুল হোসেন বাবলা বলেন, ‘আপনি আমাদের রাজনৈতিক পিতা। আমার বাবা মা যেমন আপনিও আমার কাছে তেমন। জিএম কাদের আমার রাজনৈতিক ভাই। আমার কাছে কোন বেইমানি নেই। আপনি যেই নির্দেশ দেবেন তাই মেনে নেব।
১৬ এপ্রিল জাতীয় পার্টির সম্মেলনকে উদ্দেশ্য করে বাবলা বলেন সেদিন আমরা জান দিয়ে হলেও সম্মেলন সফল করবো। এতে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে।
তিনি আরো বলেন, রওশন এরশাদ আমাদের মায়ের মতো। এরশাদ, রওশনএরশাদ ও কাদের ভাই উপস্থিত থেকে সম্মেলন সফল করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের কো চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এটিএম গোলাম মাওলা চৌধুরী, মোহাম্মদ ইসহাক ভুইয়া, খোরশেদ আলম নাজিম উদ্দিন চিশতী, মির আজগর আলী, হাজি মোহাম্মদ ফারুক আফতাব দেওয়ান মাসুদ ও মহানগর দক্ষিনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।