Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : দুদিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর রবিবার কার্গিলের তুষারধসে নিখোঁজ সেপাই বিজয় কুমারের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। কার্গিল সীমান্তে পাহারা দেওয়ার সময় তুষারধসে নিখোঁজ হন ভারতীয় সেনাবাহিনীর দুজন সদস্য। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, তিনদিন ধরে বিজয়ের কোনও খোঁজ মিলছিল না। অবশেষে এদিন ১২ ফুট বরফের ¯‘পের মধ্যে থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এদিন সেনাবাহিনীর তরফে জানানো হয়, উদ্ধারকার্যে রেসকিউ ডগ, ডিপ পেনিট্রেশন রেডার এবং মেটাল ডিটেক্টর্স ব্যবহার করা হয়েছিল।
সূত্র জানায়, শহিদ বিজয়ের বাড়ি তামিলনাড়ুর তিরুনেলভেল্লি জেলার বল্লরামপুরম গ্রামে। তাঁর বাড়িতে বাবা, মা এবং দুই বোন রয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, বিজয়ের দেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন বাহিনীর নর্দার্ন কম্যান্ডের সেনা কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা। এদিকে, কার্গিলে নতুন করে তুষারধস হতে পারে বলে সেনাকে সতর্ক করা হয়েছে।