Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : শ্রীলংকা যে এখন পুরোপুরি নখদন্তহীন একটি সিংহ, সেটা আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। আফগানিস্তানের মত দল পেয়ে হয়তো প্রথম ম্যাচে জিততে পেরেছে। তবে, দ্বিতীয় ম্যাচে শক্তিশালি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েই লংকানরা টের পাচ্ছে, তাদের অবস্থান আসলে কোথায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে দ্বীপদেশটি।
টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আমন্ত্রণ জানিয়েছে শ্রীলংকাকে। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে দিলশান আর চান্ডিমাল যেভাবে শুরু করেছিলেন, তাতে লংকানরা আশাবাদী হতেই পারতো। কিন্তু দিলশান কার্লোস ব্রাফেটের বলে এলবিডব্লিউ হয়ে গেলেই বিপদ শুরু লংকানদের। এরপর রানআউট হয়ে গেলেন চান্ডিমালও। ৩২ রানে ২ উইকেট পড়ার পর একে একে ফিরে যান থিরিমান্নে, কাপুগেদারা এবং সিরিবর্ধনেও।
শেষ দিকে এসে থিসারা পেরেরার ছোট্ট একটি ঝড় অবশ্য লংকানদেরকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিল। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন পেরেরা। ৩২ বলে ২০ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২২ রান করেছে শ্রীলংকা। ক্যারিবীয়দের পক্ষে স্যামুয়েল বদ্রি ১২ রানে নেন ৩ উইকেট। ডোয়াইন ব্র্যাভো ২০ রানে নেন ২ উইকেট।