Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13010718_547858175393941_5745911517251100560_nখােলা বাজার২৪, শুক্রবার, ২০ মে ২০১৬: আসন্ন ৪ঠা মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত ধানের শীষের চেয়ারম্যান পদপ্রার্থী সরদার কামরুজ্জামান চাঁন এর বিপরীতে বাংলাদেশ আওয়ামিলীগের কর্মী/সমর্থকরা ধানের শীষের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়া নৌকা মার্কায় ভোট প্রদান করার জন্য বিভিন্ন প্রকার হুমকি, মারধরের ভয়ভীতি, কেচ কান্ডের ভয় ও গ্রাম ছাড়ায় ভয় দেখাচ্ছে। ইতি মধ্যে তারা গত ১৯/০৫/১৬ইং তারিখ বেলা আনুমানিক ১২ টার দিকে ৬নং ওয়ার্ডের ধানের শীষের কর্মী মোঃ সেকেন্দার আলীর বাড়িতে আওয়ামী সমর্থিত ১৫/১৬ জন হঠাৎ প্রবেশ করে তাকে মারধর করতে চায় এবং আজেবাজে গালাগালি ও কেস করার ভয়ভীতি দেখায় এবং নৌকা মার্কায় ভোট না দিলে বাড়িঘর ছাড়া করবে বলে হুমকি দিয়ে যায়। এধরনের কর্মকান্ডে ধানের শীষের প্রার্থী সহ আমাদের কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারনা প্রায় অসম্ভয় হয়ে দাড়িয়েছে। এহেন কর্মকান্ঠ চলতে থাকলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে আমরা ধারনা করছি। তাই উপজেলা নির্বাচন কমিশন, প্রশাসন সহ সকল আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহীনি ও সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করে একটু সুষ্ঠ নির্বাচনের স্বার্থে সকল ব্যবস্থা গ্রহন করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি গনতন্ত্রের স্বার্থে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে এনে সুষ্ঠ ও সুন্দরভাবে ভোটপ্রদানের মাধ্যমে জনগনের আশার প্রতিফলন ঘটবে।