খোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীকে আপহরণের পর গুলি করে হত্যা করেছে দূর্বৃৃত্তরা।
সোমবার রাত সাড়ে তিনটার সময় বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়।
এলাকাবাসীরা জানান, রোববার গভীর রাতে এক দল অস্ত্রধারী লোক রামদো পাড়া এলাকায় এসে এবারের তৃতীয় ধাপের ইউপি চেয়ারম্যান প্রার্থী শান্তি প্রিয় ত্রিপুরা (৩৮)কে ঘর থেকে ডেকে নিয়ে রামদো পাড়া এবং মঘা পাড়া এলাকার মাঝা মাঝি জায়গায় গুলি করে হত্যা করে চলে যায়। সে জেএসএস এর সমর্থক ছিল কিন্তু বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় ধাপের ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল।
এই ব্যাপারে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু চাহেল তস্তরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুর রহমান জানিয়েছেন, হত্যাকা-ের ঘটনাস্থল দুর্গম জঙ্গল এলাকায়, সকাল ৮টায় তার নেতৃত্বে পুলিশ দল লাশ উদ্ধারসহ প্রকৃত ঘটনা জানার জন্যে রওয়ানা হয়েছেন ।