খোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : নতুন গর্ভনরের দায়িত্বে নেওয়ার প্রথম দিনেই বিপত্তিতে পড়েন গণামাধ্যমকর্মীরা। বাংলাদেশ ব্যাংকের ৩০ তলাতে যেতে দেওয়া হচ্ছে না। এতদিন যেভাবে নীচতলা থেকে নিরাপত্তা কার্ড নিয়ে উপরের যে কোন বিভাগে যাওয়া যেত, রোববার থেকে প্রবেশ কার্ড দেওয়া হলেও বিভিন্ন বিভাগে ঢুকতে দেওয়া হয়নি।
এ ব্যাপারে কথা বলতে চাইলে পরে কথা বলতে চান সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা। তবে রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিচ্ছে বলে জানায় ওই সূত্রটি।
রোববার নতুন গভর্নর হিসেবে যোগদান করেন ফজলে কবির। এ দিন সকালে গভর্নর ভবনের তৃতীয়তলায় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। দুপুরে এই নিষেধাজ্ঞা শিথিল করে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন নতুন গভর্নর ফজলে কবির।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আমাদের সময় ডট কমকে বলেন, রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ৩০তলা ভবনের প্রত্যেক দরজায় স্বয়ংক্রিয় তালা লাগানোর সিদ্ধান্ত হয়েছে। বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের যে ধরনের ব্যবস্থা চালু আছে সবদিক বিবেচনা করে বাংলাদেশ ব্যাংকও সে ধরনের ব্যবস্থা নেওয়া যায় কি না-এমন চিন্তা ভাবনা করা হচ্ছে। তারই অংশ হিসাবে এই কড়াকড়ি হতে।