Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও গর্ভজাত শিশুর মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন- ফাতেমা আক্তার কনা (২৬) ও তার নবজাতক শিশু কন্যা। মুগদা জেনারেল হাসপাতালে রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল ৫টার দিকে ওই হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ফাতেমা আক্তার কনার পরিবার অভিযোগ করেছেন, ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফাতেমার মামা শাজাহান সাজু জানান, কনার স্বামী তারেক রহমানের সঙ্গে যাত্রীবাড়ীর ধলপুরে থাকেন তারা। কনা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
হঠাৎ করে বিকেলে পেটে ব্যথা অনুভূত হওয়ায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের বলেন, ফাতেমা আক্তারকে সিজার করতে হবে। এ জন্য রক্তের প্রয়োজন। রাত ৮টার দিকে ফাতেমাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে চিকিৎসকরা জানান, তার মৃত কন্যা সন্তান হয়েছে। তার কিছুক্ষণ পরেই ফাতেমার মৃত্যুর খবর দেন চিকিৎসকরা।