খোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : টানা সপ্তম ম্যাচে টসে হারলেন মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের ম্যাচে বেঙ্গালুরুতে আগে ব্যাট করবে বাংলাদেশ।
টস জিতে পরে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানান, রান তাড়ার জন্য এই মাঠ আদর্শ।
বোলিংয়ে দুই ক্রিকেটার নিষিদ্ধ হওয়ায় দুর্বল হয়ে পড়া বাংলাদেশ টসের আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছে। অসুস্থতার কারণে দলে নেই সাম্প্রতিক সময়ে দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
বাংলাদেশ দলে আরও দুটি পরিবর্তন অবধারিতই ছিল। বোলিংয়ে নিষিদ্ধ তাসকিন আহমেদ ও আরাফাত সানি নেই। বদলি হিসেবে দেশ থেকে আসা দুই ক্রিকেটার শুভাগত হোম ও সাকলাইন সজিব ঢুকে গেছেন একাদশেও। অনুমিতভাবেই চোট কাটিয়ে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া দলে পরিবর্তন একটি। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগারের জায়গায় এসেছেন পেস বোলিং অলরাউন্ডার জন হেস্টিংস।