খোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের হাইভোল্টেজ ম্যাচে টসে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ দল ।
অষ্ট্রেলিয়াকে ১৫৭ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। মাত্র পাঁচ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ থাকে ১৫৬ রান।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথমেই দলীয় ২ রানের মাথায় আউট হয়ে ফিরে যান টাইগারদের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। সৌম্যের বিদায়ের পর উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন সাব্বির রহমান ও মিঠুন।
দুই জনের জুটিতে আরো ২৩ রান যোগ করেই শেন ওয়াটসনের বলে ফকনারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাব্বির। ইনিংসের ষষ্ঠ ওভারে প্যাভিলিয়নে ফেরার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে ১৭ বলে দুই চারে ১২ রান।
এর আগে বিশ্বকাপের ২২ তম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি দলপতি স্টিভেন স্মিথ। টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।
এদিকে অসুস্থ থাকায় আজ মাঠে নামতে পারেননি আরেক টাইগার ওপেনার তামিম ইকবাল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামে দুই দল।ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি, মাছরাঙ্গা টেলিভিশন ও স্টার স্পোর্টস।