Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : বিএনপির চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশন দলের চেয়ারপার্সন পদে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণার সিদ্ধান্তকে ষষ্ঠ জাতীয় কাউন্সিল সর্বসম্মতিক্রমে অনুমোদন করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের কর্মঅধিবেশনে যে সকল বিষয়ে গঠনতন্ত্র সংশোধনী হয় তা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘এই কাউন্সিল বিএনপির স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির অবশিষ্ট পদসমূহ পূরণের জন্য দলীয় চেয়াপার্সনকে সর্বময় ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদহোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ এতে উপস্থিত ছিলেন।