খোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সংবাদ প্রচার করায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সমন জারি হওয়ার পরও আজ সোমবার আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী।
আদালত সূত্র জানায়, আগামী ২৫ এপ্রিলের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার তামিলের প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে এই তিনজনের বিরুদ্ধে গত ২২ ফেব্র“য়ারি সমন জারি করেন আদালত। ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি আরফান উদ্দিন খানের করা নালিশি মানহানির মামলায় ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রাণী চক্রবর্তী ওই আদেশ দেন।