Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : অধিনায়কত্বের হাফ সেঞ্চুরি করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০০৯ সালে টেস্টে অধিনায়কত্বের সুযোগ পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে।

সোমবার টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেললেন তিনি। টেস্ট, ওয়ানডে আর টি২০ মিলে তার এই অর্জন।

বাংলাদেশ ক্রিকেটের নড়াইল এক্সপ্রেস খ্যাত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিপ্লব ঘটে টাইগার দলের। একে একে বিশ্ব ক্রিকেটে প্রতিপক্ষের কাঁটা হয়ে ওঠেছে লাল-সবুজের দল।

২০০৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচটিতে জয় দিয়ে শুরু করেন টাইগার অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেতে নেমেই পড়ে যান ইনজুরিতে। এরপর সুস্থ হলে অধিনায়কত্ব ফিরে পান তিনি। ২০১০ সালে ওয়ানডে অধিনায়কত্বে অভিষেক হয় মাশরাফির। তবে আবারও ইনজুরির ছোবলে মাঠের বাইরে চলে যান তিনি। ২০১৪ সালে আবারও রঙ্গিন পোষাকের নেতা হন তিনি। এরপরই শুরু হয় যাত্রা।

আর এখন পর্যন্ত ৫০ ওভারের ম্যাচে দলের হয়ে ২৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। তার নেতৃত্বে ২০টি ওয়ানডেতেই জয় পেয়েছে বাংলাদেশ। আর হার মাত্র ৮টিতে। যেখানে জয়ের শতাংশ ৭১.৪২।

টি-টোয়েন্টিতে মাশরাফি নেতৃত্ব দিয়েছেন ২০টি ম্যাচে। যেখানে জয় ৯, হার ১০টিতে।