খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুই নির্বাচনী কর্মকর্তাকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার চরকিং ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে চরকিং বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বদিউজ্জামান জানান।
গুলিবিদ্ধ আবদুল আউয়াল ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এবং সাহাদাত হোসেন সহকারী পোলিং অফিসারের দায়িত্বে রয়েছেন। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বদিউজ্জামান বলেন, “ভোরে কেন্দ্রে আসার পথে দুর্বৃত্তরা সাহাদাত ও আউয়ালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়দের সহয়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।”
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি প্রিজাইডিং অফিসার।
তিনি বলেন, এ ঘটনার পরও চরকিং বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।