Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : দেশে প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম ধাপে ৭১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় সবগুলোতেই সরকারী দল ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ অভিযোগ করেন বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দখল, নৈরাজ্য, আর সরকারি দলের ভোট আত্মসাতের পরিস্থিতি বিরাজ করছে এ নির্বাচনে। ৭১৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে সরকারী দল প্রায় সবগুলোতেই ভোট ডাকাতি করেছে।
নির্বাচন কমিশন এসব অনিয়ম দেখেও চুপ করে বসে আছে অভিযোগ করে নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যদি আপনার দায়িত্ব ঠিকমত না পালন করতে পারেন তাহলে পদত্যাগ করছেন না কেন? এ নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে গোটা দেশ, জাতি, গণতন্ত্র দুমড়ে-মুচড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, সংবিধান নির্বাচন কমিশনকে যে শক্তি দিয়েছে তা তারা উপেক্ষা করে এখন নির্লজ্যভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। একই সাথে নির্বাচন কমিশন পুন:গঠন করার দাবিও জানান তিনি।
তিনি বলেন, এখনও কিছু মানুষ বলে জাতীয় নির্বাচনে না যেয়ে বিএনপি ভুল করেছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা এ স্থানীয় এ নির্বাচনগুলো করছি। আর নির্বাচনগুলোতে কি ভয়াবহ পরিস্থিতি তা আপনারা দেখছেন।