খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ :২০১৬,পিরোজপুর জেলা প্রতিনিধি ।। আজ ২২ মার্চ প্রথম দফায় পিরোজপুর জেলার ৫১টি ইউনিয়নের মধ্যে ৩৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে পিরোজপুর জেলা বিএনপির দলীয় প্রার্থীদের জয় অনিশ্চিত হয়ে পরেছে।পিরোজপুর জেলায় প্রতিটি ইউনিয়নের কেব্দ্রে কেন্দ্রে নৌকা প্রতীকে ভোটারদের ভোট দিতে বাদ্যকরছে স্থানিয় সন্ত্রাসীরা।প্রশাসন ও নির্বাচন কমিশন নীরব ভুমিকা পালন করছে।সাধারণ ভোটাররা তাদের ইচ্ছে মতন ভোটদিতে পারেনি।বিএনপির দলীয় প্রার্থীদের এজেন্টদের বেরকরে দিয়েছে।এই আভিযোগ এনে মঠবাড়িয়া উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির দলীয় প্রার্থীরা সাংবাদিক সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
মঠবাড়িয়া উপজেলার ১০টি ইউপি নির্বাচনে গতরাত থেকেই সবকটি ভোটকেন্দ্র দখলে নিয়ে ব্যালট পেপারে সিল মারছে আওয়ামী ক্যাডার বাহিনী।প্রশাসনের সহায়তায় এলাকাগুলোতে আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম চরম আকার ধারণ করেছে।
বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জানান, আওয়ামী প্রার্থীদের পক্ষ থেকে প্রকাশ্য সীল মারার বিষয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারদের নিকট অভিযোগ করলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেননি। সংশ্লিস্ট অফিসাররা ফোন রিসিভ করছেন না বলে ও অভিযোগ রয়েছে। পিরোজপুর সদর উপজেলা , জিয়ানগর উপজেলা , মঠবাড়িয়া উপজেলা , স্বরূপকাঠী উপজেলা , ভান্ডারিয়া উপজেলা, নাজিরপুর উপজেলা , কাউখালী উপজেলায় একই অবস্থা।
পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগির হোসেন এর তীব্রর নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় হোন্ডা নিয়ে মহড়াদিয়ে ধানের শীষের ভোটারদের ভোট দিতে দেয়নি,এটা কোন নির্বাচন নয় চর দখল মাত্র।