খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের পাশাপাশি সব ধরনের সূচকও বেড়েছে।
ডিএসইতে আজ ৩১৫ টি কোম্পানির ১৪ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৮১১ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৩০ কোটি ৬৯ লাখ ২৪ হাজার ১৮৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৮৭ পয়েন্ট বেড়ে ৪৪৪২.১৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে ১৬৯১.৫৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৪৬ বেড়ে ১০৭৯.১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০ টির, কমেছে ১১০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- কেয়া কসমেটিকস, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিঃ, স্কয়ার ফার্মা, এএফসি এগ্রো, বিডি থাই, তিতাস গ্যাস, পাওয়ার গ্রীড ও অলটেক্স ইন্ডাঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তুংহাই, ইস্টার্ন লুব্রিকেন্টস, বিএসআরএম লিঃ, প্যারামাউন্ট টেক্সটাইল, গোল্ডেন হারভেস্ট, ইস্টার্ন ইন্সুঃ, জেনারেশন নেক্সট, ইউনিক হোটেল, লঙ্কাবাংল ফাইন্যান্স ও লিগেসী ফুটওয়্যার।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম লাইফ ইন্সুঃ, অরিয়ন ইনফিউশন, অলটেক্স ইন্ডাঃ, এএফসি এগ্রো, অলিম্পিক এক্সেসরিজ, সিএমসি কামাল, মাইডাস ফাইন্যান্স, এনসিসিবিএল মি. ফা-১, সুহৃদ ইন্ডাঃ ও কেডিএস এক্সেসরিজ।