Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : নকল টাকা বা জাল টাকা যদি আপনার হাতে আসে তা দিয়ে কিছুই করার থাকে না। উলটে না বুঝে লেনদেন করতে গেলে নিজেই বিপদে পড়তে পারেন। ফলে সব সময় সাবধান থাকতে হয় এই বিষয়ে।
তবে কোনও মানুষ থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে আপনি না হয় বুঝে দেখে নিলেন! কিন্তু যদি মেশিন থেকেই আপনাকে নকল টাকা দেওয়া হয়? কী করবেন তখন? যদি এটিএম বুথ থেকে নকল টাকা দেওয়া হয় তবে আপনার করণীয় কী হবে-
প্রথমেই এটিএম বুথ থেকে যদি নকল টাকা পান তবে তৎক্ষণাৎ এটিএম বুথের গার্ডকে বিষয়টি অবহিত করুন।
♦ এবার গার্ডকে বলে সেখানে থাকা রেজিস্টার্ড বইতে আপনার নকল টাকা পাওয়ার সময় এবং আপনার বিষয় বিস্তারিত লিখিয়ে নিন।
♦ এবার আলাদা একটি কাগজে গার্ডকে দিয়ে সই নিয়ে আপনি এই বুথেই নকল টাকা পেয়েছেন তা নিশ্চিত করুন।
♦ এবার পার্শ্ববর্তী থানায় গিয়ে নকল টাকা কোন বুথে পাওয়া গিয়েছে তার বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করুন।
♦ এবার সেখান থেকে সংশ্লিষ্ট ব্যাংকে চলে যান। তাদের নকল টাকা দেখিয়ে টাকায় জাল নোট এই সিল লাগিয়ে নিয়ে আলাদা রসিদ বইতে লিখিয়ে নিন।
♦ নকল টাকার বিষয়ে এবং কোন বুথে পেয়েছেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য লিখিয়ে নিন।
♦ এবার ব্যাংক আপনার সব কিছু দেখে আপনাকে নকল টাকার বিপরীতে একটি আসল টাকার নোট দেবে। আপনার সাবধানতা এবং সচেতনতাই পারে নকল টাকা থেকে আপনাকে এবং অন্যকে নিরাপদে রাখতে।