খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : তিনি সাংবাদিকদের বলেন, ৭১২ ইউপির মধ্যে অধিকাংশ ইউপিতে কারচুপি, দখল, জালভোট হয়েছে। ইসির নিরপেক্ষতা প্রমাণের জন্য সুনির্দিষ্ট অভিযোগে অন্তত ৫০টি ইউপির ভোট বাতিলের জন্য আমরা সিইসিকে বলেছি। নোমান বলেন, মানুষকে আমরা দেখাতে চাই, তামাশার নির্বাচন হচ্ছে। প্রতিটি নির্বাচনে এ তামাশা চলছে। এ জন্যে আমরা ভোটে অংশ নেব। এ তামাশা জনগণকে দেখাতে চাই।