Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলায় উপযুক্ত হলে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
মন্ত্রী আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলে অসংখ্য প্রতিভা সুপ্ত অবস্থায় পড়ে আছে। যারা সঠিক পরিচর্যা ও সুযোগের অভাবে তাদের মেধার স্বাক্ষর রাখতে পারছে না।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে এসব শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা করার জন্য আহবান জানান মন্ত্রী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্ককার বিতরণ করেন।