Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অনিয়ম আর সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম ধাপে ৩৪টি জেলার ৭১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট। এখন চলছে গণনা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে রাতের মধ্যেই সব ইউপির বেসরকারি ফলাফল পাওয়া যাবে।
ভান্ডারিয়া ইকড়ি ইউপির মধ্য আতর আলী কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাই করে তা পা দিয়ে গর্তে চাপা দেয়া হচ্ছে
এই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপির ২৭ চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’জন, জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র চার প্রার্থী রয়েছেন।
ভোটে কেন্দ্র দখল, ভোটারদের ভোটদানে বাধা আর বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনায় অন্তত ৪০টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করতে বাধ্য হওয়ার কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই হয়েছে। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে ঝালকাঠিতে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে সোমবার পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ১১ জনের প্রাণহানি ও প্রায় ১ হাজার মানুষ আহত হয়।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমান সাংবাদিকদের জানান, সহিংসতার কারণে অন্তত ৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ করা হয়। তবে পূর্ণাঙ্গভাবে কোনো ইউপির ভোট স্থগিত করা হয়নি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদের দাবি, ইউয়িন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা জোর করে ব্যালট পেপারে সিল মেরেছে।
তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির দাবি, সারা দেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে।
তার যুক্তি, সারা দেশে ৬ হাজার ৪৭১টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র ১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা সংখ্যার হিসেবে শতকরা দশমিক ২৪ ভাগ। অর্থাৎ এক ভাগ না, অর্ধেক ভাগ না, সোয়া ভাগ বা তারও কম।
এদিকে প্রথম ধাপের ইউপি নির্বাচন পর্যবেক্ষণ করে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ চার কমিশনার সকাল থেকেই বিভাগভিত্তিক ইউপি ভোটের খোঁজ-খবর নেন।
নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেন,ভোটের আগে প্রচারণাকে কেন্দ্র করে যেমন শংকার কথা বলা হয়েছে, আসলে ততটা হয়নি।