Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইয়েমেন যুদ্ধের জন্য সৌদি আরবকে অস্ত্র সরবরাহ না করতে আজ(মঙ্গলবার) আমেরিকা এবং ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে আমলে না নিয়ে সৌদি আরব যখন ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহতভাবে একতরফা আগ্রাসন চালিয়ে যাচ্ছে তখন এ আহ্বান জানাল অ্যামনেস্টি।
বিবৃতিতে ওয়াশিংটন এবং লন্ডনকে রিয়াদের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ইয়েমেন যুদ্ধে ব্যবহারের জন্য নির্বিচারে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে; ইঙ্গ-মার্কিন অস্ত্র ইয়েমেনে বেসামরিক মানুষ মারার প্রধান কারণ হয়ে উঠেছে।
বিবৃতিতে অব্যাহত নিষিদ্ধ অস্ত্র ব্যবহারে রিয়াদের কঠোর সমালোচনাও করেছে অ্যামনেস্টি। এ সব অস্ত্রে ইয়েমেনের নিরীহ মানুষ কেবল নিহতই হচ্ছে না বরং পঙ্গু হওয়াসহ নানাভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে।