খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের খেলা দেখতে ভারতে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল আহসান পাপন।
মঙ্গলবার দুপুরে তিনি ব্যাঙ্গালোরের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিসিবি সভাপতি নাজমুল আহসান পাপন বাংলাদেশ ও ভারতের মধ্যকার আগামীকাল বুধবারের খেলা দেখতে ব্যাঙ্গালোরে গেছেন।
তিনি বলেন, এটা তার পূর্বনির্ধারিত সফর। সেখানে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে পেসার তাসকিন আহমেদের বিষয়ে আলোচনার বিষয়ে কোনো সূচি নেই।’
এর আগে দুপুরে নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, তাসকিনের আহমেদের বোলিং নিষিদ্ধের আদেশ পুনর্বিবেচনার আবেদন পাঠানো হয়েছে। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন-সংক্রান্ত নীতিমালার ২.৩.১ ধারা অনুযায়ী এই আবেদন করা হয়েছে।
তিনি বলেন, আশা করছি, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। এতে তাসকিনের হয়ে বিসিবির আইনজীবীদের সঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফরাও অংশ নিতে পারবেন। আইসিসির পক্ষে থাকবেন তাদের আইনজীবীরা।
নিজাম উদ্দিন আরও বলেন, শুনানির জন্য সবাইকে সশরীরে উপস্থিত হতে হবে, এমনটি না। টেলিকনফারেন্সের মাধ্যমেও তারা অংশ নিতে পারবেন।
তবে শুনানি শেষ হতে কত দিন লাগবে, তা তিনি জানাতে পারেননি। ‘শুনানিতে সব বিষয়ে আমরা আমাদের মতামত তুলে ধরব। প্রতিপক্ষও তাদের যুক্তি তুলে ধরবেন। এসব শেষ হওয়ার পরই ফলাফল জানা যাবে।