Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : মায়ের চোখের সামনেই খুনসুটি আর খেলাধুলো করে বেড়াচ্ছিল। এদিক ওদিক ছোটাছুটি চলছিল মায়ের নজরেই। এরইমধ্যে কিছুক্ষণের জন্য মায়ের চোখের আড়াল। তখন রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছিলেন মা। ব্যাস, ওইটুকু সময়েই মধ্যেই দুষ্টু ছেলেটি ঘটিয়ে ফেলল কাণ্ডটা ! বাড়ির ওয়াশিং মেশিনের সামনে চেয়ার লাগিয়ে তাতে উঠে পড়ে সে। পরে ঢুকে যায় ভেতরে।
আর বেরোতে পারেনি। আটকে যায় বছরের দুয়েকের ছেলেটির পা। প্রায় ৩০ মিনিট মেশিনের ভিতর আটকে থাকতে হয় তাকে। ঘটনাটি কর্নাটকের কালবুর্গি জেলার।
ছেলেকে বের করার অনেক চেষ্টা করেন বাবা মা। কিন্তু, পারেননি। প্রতিবেশীদের ডাকা হয়। কয়েকজন প্রতিবেশী এসে প্রথমে স্ক্রু ড্রাইভার দিয়ে চেষ্টা করে খুব একটা সুবিধা করতে পারেননি। পরে ওয়াশিং মেশিন কেটে বের করা হয় শিশুটিকে। বের করার সময় আতঙ্কে বেশ কয়েকবার কেঁদেও ওঠে সে।
শেষমেশ অক্ষত অবস্থাতেই বের করা গেছে শিশুটিকে।