খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : পাকিস্তানের লাহোর শহরের এক মা লাগাতার তিন বছরে একই তারিখে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। লাহোরের বাসিন্দা নাঈম সেলমি তিন বছরে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন একই মাসের একই তারিখে। তিনি পরপর তিনটি সন্তান জন্ম দেন ২৫ নভেম্বর ২০১২, ২৫ নভেম্বর ২০১৩, ২৫ নভেম্বর ২০১৪ সালে। তার প্রত্যেকটি সন্তানই জন্মগ্রহণ করেছে লন্ডনে।
নাঈম সালমি তার ধারাবাহিক একই তারিখে সন্তান জন্ম দেয়ার বিষয়টি রেকর্ড হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য গিনেস বুক কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু গিনেস বুক কর্তৃপক্ষ বিষয়টি রেকর্ড হিসাবে অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ বিষয়ে গিনেস বুক কর্তৃপক্ষ বলেছেন, ধারাবাহিকভাবে তিন বছর একই তারিখে সন্তান জন্ম দেয়া কোন প্রকার রেকর্ডের অন্তর্ভুক্ত নয় এবং এটা রেকর্ডের কোন বিভাগেই পড়ে না।