খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইনের খসড়া প্রণয়ন সম্পূর্ণ করেছে আইন কমিশন।
আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৫ প্রদানকালে একথা বলেন।
বৈঠকে রাষ্ট্রপতি সময়োপযোগী আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংস্কারের পরামর্শ দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন একথা বলেন।
বিচারপতি হক রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির ও ড. এম শাহ আলম এবং রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।