খোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, গত ফেব্র“য়ারি মাসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে গ্রন্থমেলায় নাশকতার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।
সোমবার রাতে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে চার ব্যক্তিকে আটক করার পর মঙ্গলবার এ দাবি করে পুলিশ।
আটককৃতরা হলেন- আবদুর রাজ্জাক, ফয়সাল আহমেদ, আহমদে ফজলে আকবর ও আবু নাঈম মোহাম্মদ জাকারিয়া।
আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আটকদের ব্যাপারে সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।
তিনি বলেন, বইমেলায় হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে চারজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
তিনি আরো বলেন, আটক ব্যক্তিরা সবাই ধর্মীয় উগ্র মতার্দশে বিশ্বাসী জঙ্গি সংগঠনের সদস্য।তারা ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে কাজ করছিলেন।
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।