খোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : ঢাকার হাতিরপুলে মোতালিব প্লাজার চতুর্থ তলায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে বহুতল ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে তাদের ১৫টি ইউনিট কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ আহত হওয়ারও খবর পাওয়া যায়নি।
১৭ তলা ওই ভবনের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের মার্কেট। ষষ্ঠ তলায় কমিউনিটি সেন্টার এবং সাত তলা থেকে ১৭ তলা পর্যন্ত রয়েছে আবাসিক ফ্ল্যাট।