Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জাভেনটেম বিমানবন্দর ও পাতাল রেল স্টেশনে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার কিছুক্ষণ পর (বাংলাদেশ সময় দুপুর ১টা) এই হামলার ঘটনা ঘটে। সকাল ৮টার পরে জাভেনটেম বিমানবন্দর বহির্গমন এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে।
এর এক ঘণ্টা পর ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভবনের ৫০ মিটার দূরত্বে অবস্থিত মালবিক রেল স্টেশনে অপর বিস্ফোরণটি ঘটানো হয়।
বিস্ফোরণের শব্দ শোনার পর আতংকে মানুষ ছুটোছুটি করতে থাকে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বিস্ফোরণের পর বিমানবন্দরের একটি ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
বিস্ফোরণের পরপরই বিমানবন্দর থেকে সবাইকে সরিয়ে নেয়া হয় এবং সেখানকার সব ফ্লাইটও স্থগিত করা হয়েছে।
এছাড়াও ব্রাসেলসের সকল গণপরিবহনও বন্ধ করে দেয়া হয়েছে এবং নাগরিকদের বলা হয়েছে তারা যেন বিমানবন্দরের দিকে আপাতত না আসে।
ব্রাসেলস থেকে প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালাহ আবদেস সালামকে গ্রেফতারের চার দিন পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল। বেলজিয়াম সরকার বিস্ফোরণে হতাহতের ঘটনা স্বীকার করলেও হতাহতের নির্দিষ্ট সংখ্যা বলেনি। বিস্ফোরণের কারণও জানা যায়নি।
বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ঘটনার পর দেশটিতে চার মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। এর আগে তিন মাত্রার সতর্কতার ছিল। অতিরিক্ত ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।