খোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : রিজার্ভ চুরি ও তা চেপে রাখায় সমালোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তনের পর দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থায় সাংবাদিকদের ঢুকতে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কয়েকদিন আগে কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকটি বিভাগে সংবাদকর্মীদের যাতায়াত বন্ধ করা হয়। এরপর বুধবার সব বিভাগের জন্য এই কড়াকড়ি দেওয়া এলো।
সাংবাদিকদের প্রবেশ আটকে এখন সেখানে মিডিয়া সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা শোনা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, “অচিরেই বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। আমরা সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলব।
“সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোনো বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে আমাদের অবহিত করতে হবে। আমরা পরে সে বিষয়ে বক্তব্য দেব।”
এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।
গত ফেব্র“য়ারির শুরুর দিকে হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। ফিলিপিন্সে ওই অর্থ ব্যাংক থেকে তুলে ক্যাসিনোর মাধ্যমে হাতবদল হলে প্রায় এক মাস পর দেশটির গণমাধ্যমে আসে।
ডেইলি এনকোয়ারার প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়।
সাইবার আক্রমণে অর্থ লোপাটের ঘটনা প্রায় এক মাস চেপে রাখায় সমালোচনার মধ্যে পড়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। প্রবল চাপের মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান। দুই ডেপুটি গভর্নরকেও অপসারণ করা হয়।
এরপর সাবেক অর্থ সচিব ফজলে কবিরকে নতুন গভর্নর করা হয়। তিনি দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে এই ‘নিষেধাজ্ঞার’ মুখে পড়তে হলো।