খোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান।
আজ বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে নামবে দুই দল। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা, বিটিভি ও স্টার স্পোর্টস-১।
এর আগে দুই ম্যাচে খেলে এখানো জয়ের স্বাদ পায়নি আফগানরা। অন্যদিকে নিজেদের দুই ম্যাচ একটি জয় পেয়েছে ইংল্যান্ড। সেমিফাইনালের লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতেই মাঠে নামবে ইংলিশরা।