Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33kখোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ত্রিপুরা থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এবং বাংলাদেশ থেকে ত্রিপুরায় ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিনন্দন জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মোদি বাংলাদেশ ক্রিকেট দল ও ভারতীয় ক্রিকেট দলের প্রতি শুভ কামনা জানান।
তিনি বলেন, আজ একটি মহত্বপূর্ণ দিন। বাংলাদেশ-ভারতের টি-টেয়েন্টি ম্যাচ। আমি দুই দলের জন্য শুভ কামনা করছি। যখন দুই দেশের মধ্যে খেলা হয়, আমাদের যুবকরা যখন খেলে তখন খেলার জয়-পরাজয়ের উপরে উঠে সম্পর্কের শক্তি বেড়ে যায়। যেমন বিদ্যুৎ যোগায়, তেমনি খেলোয়াড়রাও আমাদের শক্তি যোগায়। আজ আমাদের দুই দলের খেলা, তারা সারা বিশ্বে খেলার শক্তি দেখায় এই কামনা করছি। দুই দলের প্রতিই আমার অনেক অনেক শুভ কামনা।