Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37kখোলা বাজার২৪, বুধবার, ২৩ মার্চ ২০১৬ : মাত্র এক টাকায় কম্পিউটার নিয়ে এলো জনপ্রিয় কম্পিউটার কোম্পানি ডেল। এবার আর কম্পিউটার কেনার জন্য টাকা জমানোর চিন্তা করতে হবে না। আপনাদের সাহায্যের জন্য এ রকম একটা চমকদার সুবিধা নিয়ে এলো ডেল।
সুযোগটি দেয়া হয়েছে ভারতে। ‘ব্যাক ইন স্কুল’ ক্যাম্পেইনের মাধ্যমে বেশি মানুষের প্রতি ঘরে প্রযুক্তিকে পৌঁছে দেয়ার জন্য এই অভিনব প্রয়াস ডেলের। আর তাই ভারতীয় মাত্র এক টাকায় মানুষের ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে দিতে চায় ডেল।
আসলে প্রথমে এক টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিনে নেয়া যাবে কম্পিউটারটি। আর বাকি টাকা পরে কোনো সুদ ছাড়াই ইএমইতে দেয়া যাবে।
অভিনব এ ক্যাম্পেইন প্রসঙ্গে ডেল কোম্পানির মার্কেটিং ডিরেক্টর রিতু গুপ্তা বললেন, ‘সব মানুষের কম্পিউটার কেনার সামর্থ্য থাকে না। অথচ আজকের দিনে প্রত্যেক ঘরে কম্পিউটার থাকা খুবই প্রয়োজনীয়। তাই আমরা একটা ক্যাম্পেইনের মাধ্যমে এই কাজ করতে চাই। এর মাধ্যমে গ্রাহকেরা প্রথমে এক টাকা দিয়ে কম্পিউটারটি কিনতে পারবেন। আর বাকি টাকাও কোনোরকম ইন্টারেস্ট ছাড়াই ইএমইতে দিতে পারবেন।