খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ইউপি নির্বাচনের মাধ্যমে আরও একবার প্রমাণ হয়েছে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই নির্বাচনের ফলাফল বিএনপির জন্য চরম ভরাডুবি।
আজ বুধবার কুষ্টিয়া শহরের মহাশ্মশানের উত্তর দিকে গড়াই নদীর পারে জেলা পরিষদের পার্ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রথম দফার ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় সাত হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ৬৫টি কেন্দ্রে ছোটখাটো গোলযোগের ঘটনা ঘটেছে। সংখ্যা বিবেচনা করলে এটি এক শতাংশেরও নিচে। এমন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়েও বিএনপি মিথ্যাচার করছে।