Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42kখোলা বাজার২৪, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ : ইউনিয়ন পরিষদে নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম ধাপে ৭১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণার পর শুক্রবার এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
“ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কয়েক দিন আগে আমাদের প্রধান নির্বাচন কমিশনার বললেন, ‘আমি প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না। আবার এটাও বললেন, ‘পুলিশ সহযোগিতা করছে না, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে’।
“আর তারপরেই যখন নির্বাচনটা (প্রথম ধাপ) হয়ে গেল, তখন এটা একটা নাটক ছাড়া কিছু না, প্রহসন ছাড়া কিছু না।”
মঙ্গলবার ভোটের দিনে ‘২২ জনকে হত্যা করা হয়েছে’ দাবি করে ফখরুল বলেন, এই নির্বাচনকেই অত্যন্ত সুন্দর নির্বাচন বলছেন প্রধান নির্বাচন কমিশনার।
“এই হচ্ছে অবস্থা। অর্থাৎ নির্বাচন কমিশনের একমাত্র কাজ হচ্ছে, সরকারি লোকেরা যা বলবে, তাকে অনুমোদন দেওয়া।”
২০১৩ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন থেকে সরকার ‘নির্বাচনের নামে প্রহসন ও নাটক’ শুরু করেছে বলে মন্তব্য করেন বিএনপির মুখপাত্র।
প্রথম ধাপের ইউপি ভোট ঘিরে সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। ৬২৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ৪৬৯টিতে এবং ৪৯টিতে বিএনপির প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর ১০৭ ইউপিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী।
রমনার ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।
স্বাধীনতা দিবসে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ও শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
মির্জা ফখরুল অভিযোগ করেন, যে প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের ভিত্তি শক্ত করবে এবং একে বিকশিত করবে, সেই প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয় স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে।
“বিগত সাত বছর যাবত আমাদের পাঁচশো বন্ধুকে আমরা হারিয়েছি, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। তিনশো বন্ধু নিখোঁজ হয়ে গেছে। অসংখ্যা ভাইয়েরা-বোনেরা পঙ্গু হয়ে গেছে। হাজার হাজার নেতা-কর্মীদের কারাগারে ভরে রাখা হয়েছে। এখনো কারাগারে রয়েছেন মির্জা আব্বাস, শওকত মাহমুদ, আবদুস সালাম পিন্টু, মাহমুদুর রহমান, শহীদ উদ্দিন চৌধুরী।
“এই হচ্ছে দেশের গণতন্ত্রের চেহারা। এভাবে সরকার দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।”
কুমিল্লায় তনু হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। গুম, হত্যা নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।”
এই ঘটনার প্রতিবাদে দলের নারী নেত্রীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান ফখরুল।
সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, ২০ দলীয় জোটের অন্যতম শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইরাহিম, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের মুনির হোসেন ও ছাত্র দলের সভাপতি রাজীব আহসান বক্তব্য রাখেন।
দলের সহ সম্পাদক আবদুল লতিফ জনি ও শামীমুর রহমান শামীমের পরিচালনায় সভায় সেলিমা রহমান, আহমেদ আজম খান, ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, খায়রুল কবীর খোকনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।