Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43kখোলা বাজার২৪, শুক্রবার, ২৫ মার্চ ২০১৬ : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে ইয়াসমিন হত্যার প্রতিবাদে রাস্তায় নামতে দেখেছি। কিন্তু আপনাকে তো আজকে কোনো কথা বলতে দেখছি না। তনুর জন্য আপনি কেন কোনো কথা বলছেন না? আপনার নীরবতা যদি এই ধর্ষকদের রক্ষা করে, তাহলে এই হত্যাকাণ্ড ও ধর্ষণের দায় আপনিও এড়াতে পারবেন না। আপনাকেও বাংলাদেশের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তনু হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ইমরান বলেন, আমাদের দেশে একের পর এক ঘটনা ঘটছে। কোনো ঘটনারই বিচার হচ্ছে না। একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে। জনগণ চাইলে যে কোনো দাবি আদায় করা সম্ভব। তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের বিচার না হলে নারীদের মনে একটা অনিশ্চয়তা তৈরি করবে। বিশেষ করে আমাদের কর্মক্ষম নারীরা মনে করবে এ রাষ্ট্র তাদের নিরাপত্তার ব্যাপারে আন্তরিক নয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম ও মানবাধিকারকর্মী খুশি কবির।