খোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল ৯ টায় জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য আব্দুল মঈন খাঁন, জেনারেল অব. মাহবুবর রহমান প্রমুখ। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওয়ানা দেন।
এর আগে সকাল ৭ টা ৫০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসা থেকে সাভারের উদ্দেশে রওয়ানা হয়ে ৮ টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছেন।