Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬ : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৭৩ জঙ্গির মৃত্যু হয়েছে।
জি নিউজ অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
হেলমান্দ বোস্ট’স ৫০৫ জোনের কমান্ডার ইসমাতুল্লাহ দউলতজাই জানিয়েছেন, হামলার লক্ষ ছিল তালেবান জঙ্গি। তবে এ হামলায় ছয় পাকিস্তানি নিহত হয়েছে। তারা তালেবানের সদস্য। নাদ আলী জেলায় শনিবার মার্কিন বাহিনী বিমান হামলা চালায়।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দ। এ প্রদেশ থেকে জঙ্গিদের বিতাড়িত করতে অভিযান চালাচ্ছে দেশটিতে মোতায়েন মার্কিন বাহিনী।
সন্ত্রাসী তৎপরতা রুখতে আফগান নিরাপত্তা বিশ্লেষকরা মার্কিন বাহিনীকে তাগিদা দেওয়ার পর নতুন করে বিমান হামলা শুরু হয়।