Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41kখোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬ : ধূমপানের কারণে মৃত্যু হার বাড়ছে পাকিস্তানে। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা এক প্রতিবেদনে দেখা যায় পাকিস্তানে ধূমপানের কারণে বছরে ১ লাখ লোকের মৃত্যু হয়। মন্ত্রণায়লয়ের প্রতিবদনে বলা হয় পাকিস্তানের প্রায় আড়াই কোটি মানুষ ধূমপানে আসক্ত এবং ৫৫ শতাংশ পরিবারে অন্তত একজন ধূমপায়ী ব্যক্তি আছে। প্রায় ৩৬ শতাংশ প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ৯ শতাংশ মহিলা ধূমপায়ী এবং অপ্রাপ্ত বয়স্কদের ছেলে-মেয়েদের ধূমপানের পরিমান আরও বেশি। অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রতি ২ জন ছেলে ও ১ জন মেয়ে। প্রতি বছর বিশ্বে গড়ে ৫০ লাখ মানুষ মারা ধূমপানের কারণে।
পাকিস্তানে ধূপমানের কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় নানান কর্মৃসূচী হাতে নিয়েছে। সচেতনামূলক কর্মকান্ডে সিগারেটের প্যাকেটের উভয় দিকেই স্বাস্থ্য ঝুঁকির তথ্য চিত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভারত ও থাইল্যান্ডের পরে পাকিস্তানই তৃতীয় দেশ যারা সিগারেটের প্যাকেটের গায়ে সচেতনতামূলক চিত্র দিয়েছে।
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ধূপমানের কারণে দেশের জনগণের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। এজন্য গত কয়েক বছরের তুলনায় এ বছর নতুন করে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। মানুষ প্রতিনিয়ত ক্যান্সারে আক্রান্ত ছবি দেখতে দেখতে অবশ্যই এক সময় ধূমপান ছেড়ে দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে জনগণকে সচেতন করার পাশাপাশি পাকিস্তানের স্বাস্থ্য অধিদপ্তর সংক্রামক রোগ প্রতিরোধের বিষয়ে নতুন কর্মসূচী নেবে বলে জানানো হয়।