Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর শেরে বাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক সহকারী উপপরিদর্শককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার। এছাড়া এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে শেরে বাংলা নগর থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। শনিবার রাতে তাদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, শুক্রবার রাতে একটা ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ৪৫টি পাসপোর্টসহ থানায় নিয়ে আসে এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার। তিনজনকে ছেড়ে দেয়ার বিনিময়ে তিনলাখ টাকা ঘুষ দাবি করেন তারা। পরে সত্তর হাজার টাকা নিয়ে রাতেই ওই তিনজনকে ছেড়ে দেয়া হয়, তবে আটকে রাখা হয় পাসপোর্টগুলো। শর্ত ছিলো তিন লাখ টাকা পুরো দিলে পাসপোর্টগুলো ফেরত দেয়া হবে। বিষয়টি ডিসি বিপ্লব কুমার সরকারের দৃষ্টিগোচর হলে তিনি নিজেই এ ব্যাপারে তদন্ত করেন। তদন্তে ঘুষ গ্রহণের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেন তিনি। এছাড়া এ ঘটনায় থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সম্পৃক্ততা মেলায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।