খােলা বাজার২৪, রোববার, ২৭ র্মাচ ২০১৬ : এক্সিম ব্যাংকের মতিঝিল, আগ্রাবাদ ও গুলশান শাখার অফশোর ব্যাংকিং পরিচালনা করার জন্য শরিয়াহভিত্তিক অফশোর ব্যাংকিং পরিচালনা সফটওয়্যার “আবাবিল” চালু করল এক্সিম ব্যাংক। আজ (২৭ মার্চ ২০১৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সফটওয়্যার চালু করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফটওয়্যার প্রস্ততকারী প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহমুদ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, বর্তমান সময়ে অফশোর ব্যাংকিং এর পরিধি বেড়ে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে একটি স্বয়ংক্রিয়, শরিয়াহভিত্তিক, সম্পূর্ণ নিরাপদ এবং দ্বিপাক্ষিক পরিক্ষণ সিস্টেমসহ একটি সফটওয়্যার অত্যন্ত প্রয়োজন। তাই এক্সিম ব্যাংক অফশোর ব্যাংকিং পরিচালনার জন্য আবাবিলের মত সফটওয়্যার বেছে নিয়েছে।