খােলা বাজার২৪, রোববার, ২৭ র্মাচ ২০১৬ : নরসিংদীথেকে তোফাজ্জল হোসেনঃ-বাংলাদেশের কৃষি শ্রমিকদের সংঘঠিত ও নেতৃত্ব বিকাশ এবং অধিকার প্রতিষ্ঠার প্রকল্প কর্মজীবী নারীর আয়োজনে স্থানীয় পর্যায়ের সেবা বিষয়ক মতবিনিময় সভা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় গত ২৭মার্চ সকাল ১১টায় সদর উপজেলা বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কৃষিশ্রম আইন আদায় আন্দোলন কমিটি সদর উপজেলা শাখার আহবায়ক সাখাওয়াত হোসেন সকার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আবদুল হাই। সংগঠনের ফিল্ড অর্গানাইজার মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদাত উল হক,বি আর ডিবি অফিসার আব্দর রহমান,কর্মজীবী নারীর ট্রেনিং হাছিনা আক্তার নাইনু।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিধ ইন্সষ্টিটিউশন সদর উপজেলা শাখার সভাপতি জেকারুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মোঃমোজাহাদ আলী,প্রোগ্রাম অফিসার মোঃ হুরমত আলী। সভায় বক্তাগন কৃষি শ্রমিকদের সংঘঠিত ও নেতৃত্ব বিকাশ এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন।এছাড়া প্রধান অতিথি মাঠ পর্যায়ে কর্মরত কৃষি শ্রমিকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।