খোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির দায় ইসি নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। শাহনেওয়াজ বলেন, নির্বাচনে বিরুদ্ধ পক্ষ মারামারি করলে, প্রতিবেশী কিংবা পাড়ায় মারামারি করলে, তার দায়িত্ব নির্বাচন কমিশনের নেয়ার কোনো কারণ আমি দেখি না। তিনি বলেন, নির্বাচনে কোথাও প্রাণহানি ঘটলে নির্বাচন কমিশন কেন তার দায় নেবে, এটা অদ্ভুত কথা। কমিশন তো কোথাও দাঁড়িয়ে থেকে নির্বাচন করে না।
এই নির্বাচন কমিশনার বলেন, দেশে স্বাভাবিক অবস্থায় কিছু কিছু জায়গায় খুন-জখম হয়, তার অর্থ এই না যে, নির্বাচনের সময় হলেই খুন জখম হয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিছু লোক বাড়াবাড়ি করবে, কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, এমন নয় যে এবারই নতুন করে মারা গেল। পার্শ্ববর্তী দেশের পঞ্চায়েত নির্বাচনে এক কেন্দ্রেই প্রচুর লোক মারা গেছে। আমাদের পূর্ববর্তী নির্বাচনেও এর চেয়ে বেশি মানুষ মারা গেছে।