খোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : অনলাইনে প্রেসিডেন্ট শি জিনপিংকে পদত্যাগ করতে দাবি উত্থাপনকারী চীনা সাংবাদিক জিয়া জিয়া জামিনে মুক্তি পেয়েছেন। এই ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে।
জিয়া জিয়ার আইনজীবী জানিয়েছেন তার মক্কেল কলামিস্টকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর জিয়া জিয়া তার স্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তাকে গত মাসে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ।
প্রেসিডেন্ট শি জিনপিংকে পদত্যাগের আহ্বান সম্বলিত একটি চিঠি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত চলার এক পর্যায়ে এই সাংবাদিককে আটক করে নিয়ে যায় পুলিশ। চীন সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই চিঠিটি আপলোড করা হয়েছিল।
মার্চ ২০১৬ তারিখ দেয়া ও ‘কমিউনিস্ট পার্টির অনুগত’ সদস্যদের সাক্ষরিত চিঠিটিতে শি জিনপিং সরকারের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করা হয়।