Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬: নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, মাদক কারবারিদের অধিপত্যের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড।
রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম জানান, রোববার রাত ২টার দিকে উপজেলার চর চনপাড়া শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৪৫) চর চনপাড়া এলাকার উম্মেদ আলীর ছেলে। স্থানীয়রা খোরশেদকে একজন ‘সন্ত্রাসী’ হিসেবে চেনে এবং তার নামে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মাহমুদুল বলেন, রাত ১০টার দিকে খোরশেকে বাড়ি থেকে ডেকে শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
“পরে তাকে কুপিয়ে ও গলাকেটে পালিয়ে যায় তারা। স্থানীয়রা খোরশেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।”
ওসি বলেন, চনপাড়া এলাকায় মাদক বিক্রির নিয়ন্ত্রণ নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।