খোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গহিনে আগুন লেগেছে। আশপাশে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন তৈরি করছে ফায়ার সার্ভিস। এ জন্য গাছ কেটে ড্রেন খোঁড়া হচ্ছে।
আজ সোমবার সকালে আগুন নেভানোর এ উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। গতকাল রোববার রাতে বনের গহিনে আগুন লাগে বলে জানা গেছে। এরই মধ্যে বনের এক একর এলাকার গাছপালা পুড়ে গেছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, গতকাল রাতে জেলেদের অসতর্কতাবশত ফেলা বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকেই বনের নাংলী এলাকায় আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর রাতেই বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দুর্গম পথ ও রাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এ কারণে সকাল থেকে ফায়ার লাইন বসিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে।
বেলায়েত হোসেন আরো জানান, যেখানে আগুন লেগেছে, সেখানে এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে। এ কারণে বড় ধরনের কোনো গাছ নেই। আছে শুধু বলা গাছ, লতাপাতা ও গুল্মজাতীয় গাছপালা। বলা গাছ কেবল জ্বালানি কাঠের জন্য ব্যবহৃত হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। সকালেই ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।